ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে মার্কিন দূতাবাস লক্ষ্য করে তালেবান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
কাবুলে মার্কিন দূতাবাস লক্ষ্য করে তালেবান হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বোমা হামলা করেছে তালেবান জঙ্গি সংগঠন। ইতিমধ্যে তালেবাদনদের পক্ষ থেকে এ হামলায় দায় স্বীকার করা হয়েছে।

এ হামলায কমপক্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে।

প্রতক্ষদর্শীরা জানায়, মঙ্গাবার সকালে মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। যেখানে বিস্ফোরণের পরপরই তারা কাল ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখেছে। এছাড়া তারা ঘটনাস্থলে এক বিদেশীর মৃতদেহ পরে থাকতে দেখেছে।

প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, মার্কিন দূতাবাস প্রাঙ্গণে কোনও কর্মকর্তাকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দর যাওয়ার সড়ক থেকে একটি প্রাইভেট কার থেকে এ হামলা করা হয়েছে।  

ঘটনার সাথে সাথে সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। মঙ্গলবার সকার ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ মুহূর্তে কাবুলে বেশ উত্তেজনা বিরাজ করছে। কারণ সেখানের মানুষ রাজনৈতিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছে। তারা আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে তা জানার জন্য বেশ আগ্রহী হয়ে আছে।

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত এ দেশটির বিভিন্ন সরকারি অফিসে তালেবান জঙ্গিরা হামলা করেছে। যা তারা এখনও অব্যাহত রেখেছে। বর্তমানে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ ঘানির মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বীতা চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।