ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বোমায় ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
মিশরে বোমায় ৬ পুলিশ নিহত

ঢাকা: ইসরায়েলের সীমান্তবর্তী মিশরের সিনাই উপদ্বীপের রাফায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।



দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তকর্মী বলেন, বোমা নিষ্ক্রিয়কারী স্পেশাল পুলিশের একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে একই এলাকায় বোমা হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।