ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাদারহুডের সাফাই গাইছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
ব্রাদারহুডের সাফাই গাইছে যুক্তরাষ্ট্র!

ঢাকা: মিশরের কট্টরপন্থি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। বরং বিশ্বসন্ত্রাসের আদর্শিক মদতদাতা হিসেবে ব্রাদারহুডের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটাও প্রত্যাখ্যান করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।



সম্প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যানদের সঙ্গে একটি বৈঠক শেষে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চিনি অভিযোগ করেন, ব্রাদারহুড সন্ত্রাসের আদর্শিক উৎস। ওবামা (প্রেসিডেন্ট বারাক ওবামা) ব্রাদারহুডের স্বার্থে সবকিছু করেছেন।

এরপর ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে ডিক চিনির ওই বক্তব্য এবং সম্প্রতি কাতার থেকে মুসলিম ব্রাদারহুডের সাত নেতাকে বের করে দেওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন জনৈক মিশরীয় সাংবাদিক।

জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। অবশ্যই এটা স্পর্শকাতর বিষয় এবং আপনি অবশ্যই চমকাবেন না যে, আমি সাবেক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে দ্বিমত পোষণ করছি এবং সম্ভবত আরও কিছু বিষয়েও তার সঙ্গে ‍আমি একমত নই।

২০১২ সালের ৩০ জুন মিশরের পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির সঙ্গে কাজ করার চেষ্টা করেন প্রেসিডেন্ট ওবামা। যদিও ২০১৩ সালের জুনে মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।