ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রণক্ষেত্রে হেলমেট হারিয়ে তৃতীয় রিচার্ডের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
রণক্ষেত্রে হেলমেট হারিয়ে তৃতীয় রিচার্ডের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের মৃত্যুর কারণ জানা গেছে। যুদ্ধের ময়দানে হেলমেট হারানোয় মাথায় আঘাতের দরুণ মারা যান তিনি।


নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। দ্য ল্যানসেট মেডিকেল জার্নালের অনলাইন সংস্করণে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় রিচার্ডের হাড় স্ক্যান করে দেখা গেছে, তার শরীরের মোট ১১টি আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে নয়টিই মাথার খুলিতে।

১৪৮৫ সালে বোসওয়ার্থ যুদ্ধে মারা যান তৃতীয় রিচার্ড। মাত্র দুই বছর ইংলিশদের নেতৃত্বে ছিলেন তিনি।

যুক্তরাজ্যের লেইসিস্টারের একটি কার পার্কের নিচে তার দেহাবশেষ পাওয়ার পর থেকে বিজ্ঞানীরা তার ওপর নানা গবেষণা চালাচ্ছেন।

নতুন গবেষণায় উঠে এসেছে, রিচার্ড মধ্যযুগীয় ধারালো অস্ত্রের আঘাতে পর্যদুস্ত হন। সর্বমোট তার শরীরের ১১টি আঘাতের চিহ্ন ছিল। তার মধ্যে নয়টিই মাথায়। এছাড়া তার উরুদেশেও মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লেইসিস্টার ইউনিভার্সিটর অধ্যাপক গাই রাটি বলেন, রাজার মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে তার খুলিতে দুটি মারাত্মক আঘাত ছিল। এরমধ্যে একটি পরশু কুড়াল বা তরবারির মতো ধারালো কোনো অস্ত্রের আঘাত।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।