ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো ধোঁয়ায় ঢাকা পড়েছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
আবারো ধোঁয়ায় ঢাকা পড়েছে সিঙ্গাপুর

ঢাকা: সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে। বায়ু দূষণের মাত্রা নির্ধারক সূচক (পিএসআই) ১শ’র ওপরে উঠেছে।

ফলে বুধবার কার্যত ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছিল পুরো সিঙ্গাপুর শহর।

দেশটির জাতীয় পরিবেশবাদী সংস্থা (এনইএ) জানায়, পাশ্ববর্তী অঞ্চল থেকে বাতাসের মাধ্যমে ধোঁয়া-ধূলাবালি সিঙ্গাপুরে চলে আসছে। পরিস্থিতি বেগতিক দেখে, বয়স্ক, শিশু এবং অ্যাজমা ও  ফুসফুসে জনিত সমস্যা রয়েছে তাদের বেশিক্ষণ খোলা হাওয়ায় থাকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

বায়ুর গুণাগুণ মাপার জন্য সিঙ্গাপুর পরিবেশবাদী সংস্থা  ছয়টি সূচকের মাত্রা নির্ধারণ করে দিয়েছে।   পিএসআই ০-৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’ বলা হয়।  

৫১-১০০ হলে মোটামুটি বলে বিবেচিত হয়। ১০১-১৫০ এর মধ্যে হলে বিশেষ শ্রেণীর মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে সতর্ক করা হয়।

সিঙ্গাপুরের সরকারি ওয়েবসাইটের (http://www.haze.gov.sg/) সর্বশেষ বুধবার রাত আটটা পর্যন্ত দূষণের মাত্রা ছিল ১০২।

সিঙ্গাপুরের আকাশ বাতাস ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ঘটনা আজকেই প্রথম নয়। কয়েকদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটে থাকে।

** ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে সিঙ্গাপুর

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।