ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আরও ১৬ কুর্দি গ্রাম দখল আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
সিরিয়ায় আরও ১৬ কুর্দি গ্রাম দখল আইএসের

ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা সিরিয়ার আরও ১৬টি গ্রাম দখলে নিয়েছে। এই গ্রামগুলোর প্রায় সবগুলোই কুর্দি সম্প্রদায় অধ্যুষিত।



কুর্দি সামরিক কর্মকর্তা ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে ‍বৃহস্পতিবার ‍আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যখন আইএসের বিরুদ্ধে সামরিক কড়া পদক্ষেপ নিতে এগিয়ে আসছে তখনই গোষ্ঠীটির এ অগ্রযাত্রার খবর এলো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আইএস জঙ্গিরা লড়াই করে সিরিয়ার উত্তরাঞ্চলের ১৬টি কুর্দি অধ্যুষিত গ্রাম দখল করে নিয়েছে।

তবে, অঞ্চল দখলের এ লড়াই কোন পক্ষের কেমন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।