ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেমিকের গুলিতে মরলো ‍আরেক প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
প্রেমিকের গুলিতে মরলো ‍আরেক প্রেমিক ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে এক প্রেমিককে গুলি করে মেরেছেন আরেক প্রেমিক। নিজের প্রেমিকাকে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে দেখেই এই অপরাধ ঘটান অভিযুক্ত।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্রের থানে শহরে প্রেমিকা নিয়ে ঝগড়ার জের ধরে গুলিতে খুন হন ‍অর্জুন অশোক তুশঙ্কর (১৮) নামে এক তরুণ।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মন্দিরে আরাধনা শেষে প্রেমিকাকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাবারকর নগরের বাসিন্দা অর্জুন। এসময় অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হন। এক পর্যায়ে অভিযুক্ত লোকটি অর্জুনের কপালে খুব কাছ গুলি করে পালিয়ে যান।

ভর্তকনগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ ই গোল জানান, গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন অর্জুন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মনে করছে, অর্জুন ও অভিযুক্ত দু’জনই একই নারীর প্রেমে পড়েছিলেন এবং এ নিয়ে দু’জন বিতর্কে জড়িয়েছিলেন।

অভিযুক্তকে আটক করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ড তিনি একাই ঘটিয়েছেন কিনা কিংবা তার সঙ্গে অন্য কেউ ছিল কিনা তা নিশ্চিত হতেও তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।