ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে উন্মুক্ত হচ্ছে চলচ্চিত্র শিল্প

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
সৌদিতে  উন্মুক্ত হচ্ছে চলচ্চিত্র শিল্প

রিয়াদ: সৌদি আরবে উন্মুক্ত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্প। শরীয়াহ আইনে পরিচালিত দেশটিতে প্রথমবারের মতো এ শিল্পের অনুমোদন দিতে যাচ্ছে সৌদি শ্রম মন্ত্রণালয়।



এ লক্ষ্যে চলচ্চিত্র শিল্পে বিনিয়োগকারী ও উদ্যোক্তাও খোঁজা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে চলচ্চিত্র নিষিদ্ধ ছিল। কিন্তু শ্রম মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সৌদি আরবের চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর বলা চলে। এখানকান মানুষের দীর্ঘদিনের দাবিও ছিল এটি।

মক্কা অঞ্চলের চলচ্চিত্র প্রযোজক ও সৌদি ফিল্ম প্রডিউসার সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ ওমর আল জাসের মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, এ খবর যদি সত্যি হয় তাহলে সৌদি তরুণ সমাজ তাদের নিজস্ব সংস্কৃতি নিজেদের তৈরি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারবে।

ওমর আল জাসের জানান, এদেশে চলচ্চিত্র শিল্প এবং রিসোর্টের অভাবে প্রযোজকরা বিদেশ চলে যাচ্ছেন। যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় তাহলে ‍তারা দেশই মানসম্মত চলচ্চিত্র উপহার দিতে পারবেন।

ইসলামী আইন অমান্য না করে এ শিল্প সম্প্রসারণ করলে কোনো ক্ষতি নেই বলেও মনে করেন তিনি।

জাসের বলেন, নতুন এই শিল্প তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি তাদের সৃজনশীলতা এবং মেধা বিকাশে সহায়তা করবে।

সৌদি আরবে নারী পরিচালক হাইফা আল মনসুর এর প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘ওয়াদজা’।

যা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং বিদেশি ভাষার সেরা সিনেমা বিভাগে অস্কারের জন্য জমা পড়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।