ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসবিরোধী লড়াই

ইরানকে পাশে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
ইরানকে পাশে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা: যে দশটি আরব দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে আছে তাদের মধ্যে নেই ইরানের নাম। কিন্তু ইরান এ লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র।



মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক সভার ইরানের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইএসবিরোধী যুদ্ধে ইরানসহ প্রত্যেক দেশেরই ভূমিকা আছে।

অথচ গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র বলেছিল তাদের নেতৃত্বাধীন জোটে ইরানকে তারা দেখতে চান না।   এজন্য ইরানকে আমন্ত্রণও জানানো হয়নি। কারণ যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সিরিয়া ও ওই অঞ্চলের যুদ্ধে জড়িত।

ইরাক ও সিরিয়ার একাংশ দখল করে রাখা আইএস জঙ্গিদের দমাতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স হামলা শুরু করে দিয়েছে। আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরাকে ১৭০টি বিমান হামলা ও ফ্রান্স গতকালই প্রথম হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।