ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
নিউজিল্যান্ডের নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি (এনএনপি) জয়লাভ করেছে। এর মাধ্যমে টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন জন কি।

নির্বাচনে পরাজয় স্বীকার করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রায় ১০০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, প্রধানমন্ত্রীর দল এনএনপি পেয়েছে ৪৮ শতাংশ ভোট, আর প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২৫ শতাংশ ভোট। এছাড়া, পরিবেশবাদী গ্রিন পার্টি পেয়েছে ১০ শতাংশ ভোট।

এ ফলাফল মেনে নিয়ে লেবার পার্টির নেতা ডেভিড কানলিফ প্রধানমন্ত্রী কি’র উদ্দেশে বলেন, এ ফলাফলের জন্য আমি মিস্টার কি কে অভিনন্দন জানাই এবং তার তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে শুভকামনা জানাই।

দারুণ এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জন কি বলেছেন, আমি পরমানন্দিত এবং দারুণ একট‍া রাত কাটছে আমার।

৩৫ লাখ জনগণের ভোটে ক্ষমতাসীন এনএনপি মোট ১২০টি সংসদীয় আসনের মধ্যে ৬১ আসনে প্রতিনিধিত্ব করছে। আর লেবার পার্টি প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে ৩২ আসনে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।