ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কৌন বনেগা ক্রোড়পতিতে দুই ভাইয়ের সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
কৌন বনেগা ক্রোড়পতিতে দুই ভাইয়ের সাফল্য ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে (কেবিসি) সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথমবারের মতো সাত কোটি রুপি জিতে নিলেন দু’ভাই। এক যুগেরও বেশি সময় ধরে চলা এ রিয়্যালিটি শোতে এটিই প্রথম ঘটনা।



ওই দুই ভাই হলেন-অচিন নারুলা ও সার্থক নারুলা। ১৪টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিল্লির বাসিন্দা নারুলা ভাইরা এ সাত কোটি রুপি জিতে নেন।

অচিন নারুলা পেশায় মার্কেটিং ম্যানেজার। আর সার্থক নারুলা ছাত্র। এ সাফল্য অর্জনে তারা চারটি লাইফ লাইন ব্যবহার করেন।

গত দশ বছর ধরে এ ‘আইকনিক শো’তে অংশ নেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত বাদ পড়েন অচিন নারুলা।

এদিকে, এ ঘটনার পর অনুষ্ঠানটির উপস্থাপক অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় লেখেন, ‘হোয়াট ইনক্রিডিবল মোমেন্টস, হোয়াট ব্রিলিয়েন্স, হোয়াট এন ইনক্রিডিবল প্লে....!’ এরপর একটি ছবিও পোস্ট করেন তিনি।

গত ১৪ বছর ধরে রিয়্যালিটি এ শোর উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন।

মুর্হূতটিকে ‘মোমেন্টাস অকেশান’ আখ্যা দিয়ে নারুলা ভাইদের স্বাগত জানিয়েছেন সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মাকেটিং) গৌরভ শেঠ।

২০০০ সালের ৩ জুলাই থেকে শুরু হয় ভারতীয় এ টেলিভিশন রিয়্যালিটি শো।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।