ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
মিশরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ, নিহত ৪

ঢাকা: মিশরের রাজধানী কায়রোয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছে।

রোববার কায়রোর মধ্যাঞ্চলে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন ও রাষ্ট্রীয় টেলিভিশন সদরদপ্তরের অদূরে এ হামলা চালানো হয়।



রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, নীল নদের তীরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন ও রাষ্ট্রীয় টেলিভিশন সদরদপ্তরের কাছে জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হলে দুই পুলিশ সদস্য ও দুই বেসামরিক লোক নিহত হন।

বোমা হামলার পর ঘটনাস্থলে ধোঁয়া উড়তে দেখা যায় এবং পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের তল্লাশি চালাতে দেখা যায়।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৩ সালের জুলাইয়ে ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিতে কয়েক ডজন পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।