ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ‘বিশ্ব বাঁচাও’ র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
বিশ্বজুড়ে ‘বিশ্ব বাঁচাও’ র‌্যালি

ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে ৠালি করেছে পরিবেশ লাখো ‍মানুষ।

মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার বিশ্বজুড়ে ২৫শ’রও বেশি র‌্যালি বের করা হয়।

নিউইয়র্ক, লন্ডন, বার্লিন, মেলবোর্ন, নয়াদিল্লি, বোগোতা, সিডনিসহ বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে আয়োজিত এসব র‌্যালিতে অংশ নেয় পাঁচ লাখেরও বেশি মানুষ।

বিশ্বজুড়ে এসব র‌্যালির সহযোগী ছিল পরিবেশবাদী নাগরিক সংগঠন ‘আভাজ’। সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক নীতি-নির্ধারকদের ২০১৫ সালের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছা সৃষ্টিতে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা চালানো হচ্ছে।

র‌্যালির আয়োজকদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্বের নীতি-নির্ধারকদের দৃষ্টি ‍আকর্ষণ করতে নিউইয়র্কে প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ র‌্যালিতে অংশ নেয়। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী আল গোরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই র‌্যালিকে জলবায়ু পরিবর্তনের ওপর সবচেয়ে বড় র‌্যালি বলেও দাবি করছেন আয়োজকরা।

এছাড়া, জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ববান্ধব পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ৠালিতে অংশ নেয় ৩০ হাজার মানুষ।

জার্মানির বার্লিনে বৃষ্টিস্নাত ৠালিতে অংশ নেয় ১৫ হাজার মানুষ। ৫ হাজার মানুষ অংশ নেয় কলম্বিয়ার রাজধানী বোগোতায়। লন্ডনের ট্রাফেলগার স্কয়ার ও হাউস অব পার্লামেন্ট ঘিরে ৠালি করে ৪০ হাজার মানুষ। শতো শতো মানুষ ৠালিতে অংশ নেয় সিডনি ও নয়াদিল্লিতে। প্রায় প্রত্যেকটি ৠালিতেই অংশগ্রহণকারীদের হাতে ‘আমি বন রক্ষা করতে চাই’, ‘আর্কটিক বাঁচাও’, ‘পরিবেশ বাঁচাও, বিশ্ব বাঁচাও’ ‘প্রাণঘাতী কয়লা’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

নিউইয়র্কে ৠালি শেষে ‘আভাজ’র নির্বাহী পরিচালক রিকেন প্যাটেল ২০ লাখ লোকের স্বাক্ষরিত একটি পিটিশন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।