ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে স্থাপিত ম্যাভেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে স্থাপিত ম্যাভেন

ঢাকা: মহাবিশ্বের এক নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সৌরজগতের লালগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে দ্য মার্স অ্যাটমোস্ফেয়ার অ্যান্ড ভোলাটাইল এভ্যুলুশন (ম্যাভেন)।

১০ মাস ধরে গভীর মহাকাশ পাড়ি দিয়ে ২১ সেপ্টেম্বর শেষরাতে মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছায় ‘ম্যাভেন’।



‘ম্যাভেন’ এক বছর ধরে মঙ্গলের কক্ষপথে অবস্থান করবে এবং ওই গ্রহের আবহাওয়ার যাবতীয় তথ্য পৃথিবীতে পাঠাবে। এ ছাড়াও সৃষ্টির পর ভেজা অবস্থা থেকে বর্তমানের কঠিন ও মরভূমি পরিণত হওয়ার বিষয়েও গবেষণা কাজ চালাবে এটি।

‘ম্যাভেন’ জিএমটি সময় ২টা ২৫ মিনিটে মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছায়। এর ৩০ মিনিট আগে ম্যাভেনের ইঞ্জিনের আগুন জ্বলে ওঠে। তারপর ধীরে ধীরে ম্যাভেন মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে অবস্থান নেয়।

যখন ম্যাভেন মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে, তখন নাসায় অবস্থানকারী নেভিগেশন টিমের সদস্যরা উল্লাসে ফেটে পড়েন

এদের একজন ডেভ ফোল্টা আনন্দে ফেটে পড়ে বলেন, অভিনন্দন! ম্যাভেন এখন মঙ্গলের কক্ষপথে...! এ সময় মেরিল্যান্ডের গ্রিনবেল্টের নাসার গোড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের সবাই উচ্ছ্বাস করতে থাকেন।

ম্যাভেনের আগে মঙ্গলের কক্ষপথে মার্স ওডেসি, মার্স রিকোনাসেন্স ওরবিটর (এমআরও) এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস অবস্থান করছে। এ ছাড়া নাসার আরো দুটি রোভার ‘অপরচুনিটি’ ও ‘কিউরিসিটি’ মঙ্গলের কক্ষপথে অবস্থান করছে।

এদিকে, ৭৪ মিলিয়ন ডলার ব্যয়ে ভারতের নির্মিত প্রথম একটি মহাকাশ গবেষণা যান ২৩ সেপ্টেম্বর মঙ্গলের পথে যাত্রা শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।