ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন হামলা

কমপক্ষে ৭০ আইএস যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
কমপক্ষে ৭০ আইএস যোদ্ধা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) ঘাঁ‍টি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৭০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে তাদের উপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।



মঙ্গলবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করে।  

এর আগে, সোমবার রাত সাড়ে ৮টা থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পাঁচ আরব দেশ (বাহারাইন, কাতার, সৌদি আরব, জর্দান এবং সংযুক্ত আরব আমিরাত) যৌথভাবে এ হামলা শুরু করে।

পেন্টাগনের মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি জানান, হামলায় ফাইটার ও বোম্বার জেট ব্যবহার করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগর ও লোহিত সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে চালানো হয়েছে মিসাইল হামলা।

** সিরিয়ায় আইএস ঘাঁ‍টিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।