ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিমাচল প্রদেশে বাস হ্রদে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
হিমাচল প্রদেশে বাস হ্রদে পড়ে নিহত ১২

ঢাকা: ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় একটি বাস হ্রদে পড়ে ১২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।



বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদম‍াধ্যম জানায়, বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশই হিমাচল প্রদেশ ও উত্তরখণ্ডের বাসিন্দা।

স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ জানালা বন্ধ থাকায় এতো প্রাণহানি ঘটে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।