ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলায় প্রাণহানি তিন হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ইবোলায় প্রাণহানি তিন হাজার

ঢাকা: পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত দুই হাজার নয়শ’ ১৭ জনের প্রাণহানি হয়েছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছয় হাজার দুইশ’ ৬৩ জন।



বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য জানিয়েছে।

এর আগে জেনেভায় এক সম্মেলনে হু’র মহাপরিচালক মার্গারেট চ্যান জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে চার হাজার ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই হাজার চারশ’ জনের মৃত্যু হয়েছে।

তবে নিহতদের মধ্যে নাইজেরিয়া, গায়ানা, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার কতজন রয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।