ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা অভিযানে ২১ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
পাকিস্তানে সেনা অভিযানে ২১ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের অস্থিতিশীল উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে।

সেনাসদরদপ্তরের উদ্ধৃতি দিয়ে রোববার দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



সেনাসদরপ্তরের ওই বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতভর উত্তর ওয়ারিজিস্তানের শাওয়াল এলাকায় জঙ্গিদের পাঁচটি গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলায় ১৫ সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মধ্যে বিদেশি জঙ্গিও ছিল।

এরপর রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী একটি উপজাতি অধ্যুষিত এলাকায় আধা সামরিক বাহিনীর তল্লাশিকেন্দ্রে হামলা চালালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়।

সেনাসদরদপ্তরের এ বিবৃতির পর জঙ্গিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।