ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে আইএসের সমালোচনা, নারী আইনজীবীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ফেসবুকে আইএসের সমালোচনা, নারী আইনজীবীকে হত্যা

ঢাকা: সামাজিক সাইট ফেসবুকে সমালোচনা করায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী এক নারী আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে।

আইএসের ঘোষিত ইসলামিক আদালতে এই আইনজীবীকে দোষী সাব্যস্ত করার পর জনসমুখে তাকে হত্যা করা হয়।



এ বিষয়ে জাতিসংঘ জানায়, ইরাকের মসুল শহরের নারী আইনজীবী সামিরা সালেহ আল-নুয়ামি সামাজিক সাইট ফেসবুকে আইএসের সমালোচনা করে পোস্ট দেন। মসুল যুদ্ধবিধ্বস্ত শহর বলে উল্লেখ করেন।

এরপরই আইএস জঙ্গি বাহিনী তাকে প্রকাশ্যে হত্যা করে। তবে কবে এই আইনজীবীকে হত্যা করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

এদিকে, বুধবার দ্য গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, আল-নুয়ামি কারাবন্দিদের মুক্তির জন্য কাজ করতেন।

গত জুন মাসে আইএস জঙ্গি বাহিনী ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয় এবং দ্রুত দেশটির উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়। এ ছাড়াও সিরিয়ার কিছু অংশ দখল করে কট্টর শরিয়া আইন চালু করে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।