ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের ওপর বোমা ফেলছেন সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
আইএসের ওপর বোমা ফেলছেন সৌদি প্রিন্স ছবি: সংগৃহীত

ঢাকা: আরব মিত্রদের নিয়ে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই অভিযানে রয়েছে সৌদি আরবও।

এটা পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, সৌদি প্রিন্স স্বয়ং এই অভিযানে অংশ নিয়েছেন।

ডেইলি মেইল অনলাইন প্লেনের ককপিটে বসা অবস্থায় প্রিন্স খালেদ বিন সালমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তার সঙ্গে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী পাইলট মেজর মরিয়ম আল মনসুরি।

দ্য টাইমস বলছে, সম্ভবত সিরিয়ায় হামলার তৃতীয় রাতে প্রিন্স অংশ নিয়েছেন। অভিযান শেষে এফ-১৬ প্লেনে বসে পোজ দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সালমান বিন আবদুল আজিজের ছেলে খালেদ বিন সালমানের অভিযানে অংশ নেওয়ার খবর সৌদি আরব সরকারই প্রকাশ করেছে। শুধুমাত্র সন্ত্রাসীদের বিপক্ষে সৌদির অবস্থান পশ্চিমাদের জানান দেওয়ার জন্য নয়, সৌদি জনগণকে জনগণকে নিজেদের অবস্থান জানানোর জন্যই প্রিন্সের হামলার খবর প্রকাশ করেছে সৌদি।   

গত সোমবার সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু যুক্তরাষ্ট্র। অভিযানে সৌদি আরব ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও কাতার।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।