ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ির দরজা বন্ধ না করায় স্ত্রীকে তালাক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
গাড়ির দরজা বন্ধ না করায় স্ত্রীকে তালাক! ছবি: সংগৃহীত

ঢাকা: রাগের মাথায় অথবা অতি তুচ্ছ কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলামে নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবের এক নাগরিক একেবারে অতি তুচ্ছ ঘটনায় এ নিষেধাজ্ঞা অমান্য করলেন। কেবল গাড়ির দরজা বন্ধ না করার কারণেই স্ত্রীকে তালাক দিয়ে বসলেন তিনি।



সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়া এ খবরটিই এখন আলোড়ন তুলেছে সৌদিসহ পুরো মধ্যপ্রাচ্যে।

যুগলের পরিচয় প্রকাশ না করলেও সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত প্রতিবেদনে জানায়, সম্প্রতি ওই যুগল নিজেদের গাড়ি নিয়ে তাদের ছেলে-মেয়েসহ বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফিরে সন্তানদের নিয়ে ঘরে ঢুকে যান স্ত্রী। কিন্তু তার আগে গাড়ি থেকে নামার সময় তিনি দরজা বন্ধ করতে ভুলে যান। অবশ্য গাড়ির অপর পার্শ্বের দরজা দিয়ে সন্তানদের নামতে সাহায্য করতে গিয়েই তিনি এ ভুল করেন।

সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, স্ত্রী ঘরে ঢুকে গেলে তাকে গাড়ির দরজা বন্ধ করতে ডাকেন স্বামী। কিন্তু ঘরে ঢুকে যাওয়ায় ফের বাইরে বেরোতে অপারগতা প্রকাশ করেন স্ত্রী। একইসঙ্গে যেহেতু স্বামী গাড়ির সামনেই ছিলেন সে কারণে তাকেই দরজা বন্ধ করে দিতে বলেন। আর এতেই ক্ষেপে যান ওই স্বামী।

তিনি ক্ষোভে ফেটে পড়ে স্ত্রীকে বলেন, ‘তুমি আমার জন্য নিষিদ্ধ হয়ে গেলে, গাড়ির দরজা বন্ধ না করা পর্যন্ত আমার বাড়িতেও প্রবেশ করতে পারবে না। ’

হঠাৎ এমন আচরণে বিস্মিত হয়ে যান ওই স্ত্রী। তারপর নিজে আরও উত্তেজিত হয়ে বাবার বাড়ি চলে যান। এরপর দু’পরিবারের সদস্যসহ স্থানীয়রা যুগলকে অনেক বোঝানোর চেষ্টা করলেও ওই স্ত্রী ‘দায়িত্বহীন ও অবিবেচক’ স্বামীর কাছে ফিরতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।