ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের তেল শোধনাগারে বিমান হামলার ছবি প্রকাশ

আন্তজর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
আইএসের তেল শোধনাগারে বিমান হামলার ছবি প্রকাশ

ঢাকা: ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রণাধীন তেল শোধনাগারে করা বিমান হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

অভিযানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। হামলা শুরুর তৃতীয় রাতে ১২টি তেল শোধনাগারে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ এ হামলার কিছু ছবি ্ও ফুটেজ প্রকাশ করেছে। ছবিতে হামলার পরে ১২ তেল শেধোনাগারের মধ্যে জিবি ও জারিবি শোধনাগারের কি অবস্থা হয়েছে তার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

** আইএস’র তেল শোধনাগারে বিমান হামলা

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।