ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আদালতে মোদীকে তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
যুক্তরাষ্ট্রের আদালতে মোদীকে তলব

ঢাকা: গুজরাট দাঙ্গার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

আগামী ২১ দিনের মধ্যে নিউইয়র্কের ওই বেসামরিক আদালতে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে (তৎকালীন) দাঙ্গা থামাতে না পারার অভিযোগের জবাব দিতে বলা হয়েছে তাকে।



জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার লক্ষ্যে এখন পাঁচদিনের যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন মোদী। শুক্রবার বিকেলেই তার নিউইয়র্কে পৌঁছানোর কথা।

১৪ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মোদী গত মে মাসের জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায়, দাঙ্গার ঘটনায় মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়েরের পর বৃহস্পতিবার অ্যালিয়েন টর্ট ক্লেইমস অ্যাক্ট ও টর্চার ভিকটিম প্রটেকশন অ্যাক্ট অনুযায়ী এই সমন জারি করেন আদালত। সমনের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার কাছে ক্ষতিপূরণও চেয়েছেন আদালত।

মোদীকে তলব করে আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘আপনি যদি জবাব দিতে ব্যর্থ হন, তবে আপনার অনুপস্থিতিতেই পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। ’

জানা যায়, দাঙ্গার ঘটনায় ‍বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে স্থানীয় প্রভাবশালী মানবাধিকার সংগঠন আমেরিকান জাস্টিস সেন্টার এই পিটিশন দায়ের করে।

পিটিশনে অভিযোগ করা হয়, দাঙ্গার ঘটনায় মোদীর পরিকল্পিত ও ইচ্ছাকৃত যোগসাজশ ছিল।

সমালোচকদের অভিযোগ, প্রায় হাজারোধিক প্রাণহানির ওই দাঙ্গার ঘটনা বন্ধে মোদী তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পর্যাপ্ত দায়িত্ব পালন করেননি। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন মোদী এবং ২০১২ সালে তাকে এ অভিযোগ থেকে সুপ্রিম কোর্টও অব্যাহতি দেয়।

যদিও ধর্মীয় স্বাধীনতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯৯৮ সালের একটি আইন অনুযায়ী ২০০৫ সালে মোদীর যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির আবেদন নাকচ করে দেয় ওয়াশিংটন।

নয়াদিল্লি সূত্র জানিয়েছে, বিকেলে নিউইয়র্ক পৌঁছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদী। তারপর মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

গত মে মাসের নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদী এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

বাংলাদেম সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।