ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ পৃথ্বিরাজ চভন

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চভন পদত্যাগ করেছেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।



কংগ্রেস নেতা চাভনের জোট থেকে গতকাল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সমর্থন তুলে নেওয়ার পরদিনই তিনি পদত্যাগ করলেন। শুক্রবার রাজ্যের গভর্নর কে শঙ্করায়নের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

গতকাল এনডিপি মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে তাদের দেড় দশকের সম্পর্কের ইতি টানে। জোট ভাঙার কারণে রাজ্যটিতে কংগ্রেস ‘মাইনোরিটি’ দলে পরিণত হয়।

আগামী ১৫ অক্টোবর মহারাষ্ট্রে  বিধানসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে চাভনের পদত্যাগে একপ্রকার ধাক্ক‍াই খেলো কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।