ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে সংগৃহীত

ঢাকা: প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজার মানুষ।



বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য জানিয়েছে।

হু জানায়, ইবোলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে লাইবেরিয়ায়। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এক হাজার আটশ’ মানুষ মারা গেছেন। ‍

আগামী নভেম্বরের মধ্যে ভাইরাসটিতে বিশ হাজারের বেশি মানুষ আক্রান্ত হতে পারেন বলে এক গবেষণায় জানানো হয়।

এদিকে, বিষয়টিকে ‘বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে ইবোলা ভাইরাস মোকাবেলায় চলতি মাসের মাঝামাঝিতে লাইবেরিয়ায় তিন হাজার সেনা পাঠানোর কথা বলেছে যুক্তরাষ্ট্র।

লাইবেরিয়া ছাড়াও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন, গায়ানায় ইবোলা ভাইরাসে বহু মানুষের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।