ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় গুলিতে দুই ফুটবলারসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
মেক্সিকোয় গুলিতে দুই ফুটবলারসহ নিহত ৩ ছবি: প্রতীকী

ঢাকা: মেক্সিকোর বিবাদমান গুয়েরেরো অঙ্গরাজ্যে স্থানীয় একটি ফুটবল দলের গাড়িতে হামলা চ‍ালিয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। এতে দুই ফুটবলার ও তাদের গাড়িচালক নিহত হয়েছেন।

আহত হয়েছেন দলের কোচ ও আরও নয় খেলোয়াড়।

স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, চিলপানসিনগো হর্নেটস নামে একটি ক্লাবের ফুটবলারদের বহনকারী গাড়িতে রাজ্যের ইগুয়ালা শহরে এ হামলার ঘটনা ঘটে।

ইগুয়ালা শহরের জননিরাপত্তা সচিব সাংবাদিকদের জানান, ফুটবলারদের বহনকারী গাড়িটি পার্কিং করার সময় একটি অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী দল নির্বিচারে গুলি ছোঁড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

অবশ্য, প্রাথমিকভাবে তিনজন ফুটবলার নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

হামলায় আহত ফুটবল দলের কোচ ও নয় খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করার পর তারা এখন শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।