ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোট চাইলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোট চাইলেন নওয়াজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ঢাকা:  জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোটের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিলের জন্য ভারতকে দোষারোপ করেছেন তিনি।



বাংলাদেশ সময় শনিবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কোনো ভনিতা নয়, কাশ্মীর ইস্যু নিয়ে খোলামেলা আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত আছে। আমাদের সমর্থন এবং জম্মু ও কাশ্মীরের মানুষের অধিকার রক্ষা আমাদের ঐতিহাসিক।

নওয়াজ বলেন, প্রায় ৬ দশক আগে জম্মু ও কাশ্মীরে গণভোটের বিষয়টি জাতিসংঘে পাশ হয়েছিল।   সেখানকার মানুষ এই প্রতিশ্রুতি পূরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র উপায়। কিন্তু একতরফা ভাবে বৈঠক বাতিল করে ভারত ফের সে সুযোগ নষ্ট করেছে। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতার জন্য কাশ্মীর সমস্যা সমাধান হওয়া জরুরি।

নওয়াজ শরীফ বলেন, এ সমস্যা সমাধানে কয়েক দশক ধরে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং দ্বিপক্ষীয়ভাবে লাহোর ঘোষণা দেওযা হয়। কিন্তু সে অনুযায়ী এ বিতর্কের সমাধান হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।