ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আপিল করবেন জয়ললিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
আপিল করবেন জয়ললিতা জয়ললিতা

ঢাকা: আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন জয়ললিতা। দলের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



এ নাভান্নিথ‍াকৃষ্ণান নামে ওই মুখপাত্র জানান, জয়ললিতার আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এছাড়া জয়ললিতার মুক্তিও চাওয়া হবে। সোমবার আপিলটি করা হবে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে শনিবার ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেন। সেইসঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে দশ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করেছেন আদালত। আদালতের দেওয়া ওই রায়ের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদও ছাড়তে হয় তাকে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হন জয়ললিতার খুবই বিশ্বস্ত ও পান্নিরসেলভাম। জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুনেত্রা কাজহাগাম সবার সিদ্ধান্তক্রমে পান্নিরসেলভামকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়।

১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রমনিয়ম সোয়ামি। ১৮ বছর পর ওইদিন রায় ঘোষণা করা হয়।

মামলার বিষয়ে প্রসিকিউশন জানায়, ১৯৯১ সালে জয়ললিতা যখন প্রথম মুখ্যমন্ত্রী হন তখন তার ৩ কোটি রুপির সম্পদ ছিল। সে সময় মুখ্যমন্ত্রী হিসেবে ‍তার বেতন ছিল মাত্র এক রুপি। কারণ তিনি ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হলে তিনি কোনো বেতন নেবেন না। অথচ ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ শেষে তার পরিবারের সম্পদের মূল্য বেড়ে দাঁড়ায় ৬৬ কোটি রুপিতে। যা তার তৎকালীন আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না।

অভিযোগে বলা হয়, জয়ললিতা দুই হাজার একর জমি, ৩০ কেজি স্বর্ণের মালিক। তাছাড়া তার শাড়ির সংখ্যা ১২ হাজার বলেও উল্লেখ করা হয় অভিযোগে। এছাড়া ১৯৯৬ সালে পালিত ছেলের বিয়েতে তিনি পাঁচ কোটি রুপি ব্যয় করেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগ প্রমাণে সরকারের পক্ষে মোট দুইশ’ ৫৯ জন সাক্ষ্য প্রদান করেন। আর সাবেক অভিনেত্রী জয়ললিতার পক্ষে সাক্ষ্য দেন ৯৯ জন। তবে জয়ললিতার দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই বিরোধীরা কাজটি করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।