ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আল কায়েদার হামলায় ২০ হুথি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
ইয়েমেনে আল কায়েদার হামলায় ২০ হুথি বিদ্রোহী নিহত

ঢাকা: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো পৃথক দু’টি হামলায় মারা গেছেন ২০ জন। দেশটিতে তৎপর আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থি গ্রুপ আনসার আল শরীয়া এ হামলার দায় স্বীকার করেছে।


 
রোববার হুথি বিদ্রোহীদের দখলে থাকা একটি হাসপাতাল লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় কমপক্ষে ১৫ হুথি বিদ্রোহী। মারিব প্রদেশের মাজহার শহরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে চালানো চোরাগোপ্তা হামলায় মারা যায় আরও ৫ হুথি বিদ্রোহী।

স্থানীয়রা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়, হুথি বিদ্রোহীদের দখল করা একটি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ‍আত্মঘাতী হামলাকারী। গত মাসে ওই হাসপাতালটি দখলে নিয়ে নিজেদের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছিলো হুথি বিদ্রোহীরা। দ্বিতীয় আক্রমণ চালানো হয় হুথি বিদ্রোহীদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে। এতে নিহত হয় ৫ হুথি বিদ্রোহী।

সম্প্রতি উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো কব্জায় নেয়ার পর গত মাসে ইয়েমেনের রাজধানী সানার অধিকাংশ এলাকা দখল করে নেয় হুথিরা।

এতদিন ইয়েমেনের সরকার ও সরকারি বাহিনী লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়ে আসলেও হুথিরা সানা দখলের পর হুথিদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আনসার আল শরীয়া। গত সপ্তাহেও হুথিদের শক্ত ঘাঁটি উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে হামলা চালায় চরমপন্থি গ্রুপটি।
 
এদিকে ইয়েমেনে নতুন করে হুথি বিরোধী বিক্ষোভ করেছে ‘ফেব্রুয়ারি ১১ বিপ্লবী আন্দোলন’ নামের একটি রাজনৈতিক গ্রুপ। রোববার সানার রাজপথে বিক্ষোভ দেখায় তারা। ২০১১ সালে ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে শান্তিপূর্ণভাবে উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো এই রাজনৈতিক গ্রুপটি।

বিক্ষোভের সময় ইয়েমেনের সাধারণ জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা। পাশাপাশি জাতিসংঘ মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তিকে সম্মান প্রদর্শন করতেও আহ্বান জানায় তারা।

ওই শান্তিচুক্তির শর্ত অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সানা থেকে সরে যাবে হুথি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।