ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে লেনিনের মূর্তি উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
ইউক্রেনে লেনিনের মূর্তি উচ্ছেদ

ঢাকা: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে স্থাপিত রুশ বিপ্লবের নেতা লেনিনের মূর্তি ভেঙ্গে ফেলেছে জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা।

রোববার রাতে মূর্তি ভাঙ্গার সময় নেচে গেয়ে হর্ষধ্বণির মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করে জাতীয়তাবাদীরা।

তবে এ সময় সেখানে রুশপন্থিদের উপস্থিতি ছিলো না। সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে উচ্ছেদের পর গত ফেব্রুয়ারিতে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার সময় খার্কিভের ওই মূর্তিটিকে রক্ষা করেছিলো রুশপন্থিরা।

খারকিভের উল্লেখযোগ্য বাসিন্দা রুশভাষী হলেও এখানে পূর্ব ইউক্রেনের অন্যান্য অংশের মত সহিংসতা ছড়ায়নি।

ধারণা করা হচ্ছে মূর্তি উচ্ছেদের বিষয়ে ইউক্রেনের সরকারের প্রচ্ছন্ন সম্মতি ছিলো। জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা রোববার রাতে যখন মূর্তিটির সামনে জড়ো হয়, তখন খারকিভের গভর্ণর ইহোর বালুতা মূর্তি ধ্বংসের নির্দেশে স্বাক্ষর করেন বলে জানা গেছে।

পাশাপাশি ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকোভ তার ফেসবুকে লেখেন, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন, কোনো মূর্তিকে রক্ষা করতে নয়।

তবে ইউক্রেনের মিডিয়া জানিয়েছে, পুলিশ এখন ওই মূর্তি ভেঙ্গে ফেলার ঘটনায় তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।