ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ের রাজপথ অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
হংকংয়ের রাজপথ অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: হংকং পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটির গণতন্ত্রপন্থী হাজার হাজার বিক্ষোভকারীরা পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস উপেক্ষা করে রাজপথ অচল করে দিয়েছেন।

  পুলিশের নির্দেশ অমান্য করে আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নিয়েছেন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে স্বাভাবিক কর্মকাণ্ড। বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে।

বিবিসির খবরে বলা হয়, চীন অন্যান্য দেশকে এই ‘অবৈধ’ বিক্ষোভে  মদদ না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গলাবে- এটা প্রত্যাশিত নয়।

এরই মধ্যে ব্রিটিশ সরকার বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের অধিকার রক্ষা করা হংকংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সবকিছু আইনের মধ্যে থেকে করার জন্য হংকংবাসীর প্রতি আহ্বান জানায় ব্রিটেন।

হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে অক্যুপাই সেন্ট্রাল মুভমেন্ট।

হংকংয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সিওয়াই লিউং ‘অবৈধ’ বিক্ষোভে অংশ না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।