ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইওএম’র রিপোর্ট

উন্নত দেশের আশায় প্রাণ দিয়েছেন ৪০,০০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
উন্নত দেশের আশায় প্রাণ দিয়েছেন ৪০,০০০

ঢাকা: অপেক্ষাকৃত উন্নত দেশে পাড়ি দিতে গিয়ে বিশ্বে প্রতিদিন গড়ে ৮ জন করে নিহত হচ্ছেন। গত ১৪ বছর ধরে এই ধারা চলছে।

সেই হিসেবে এ পর্যন্ত  নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি অভিবাসী। এদের বেশিরভাগই ইউরোপে অবৈধ পথে যেতে চেয়েছিলেন। খবর দ্য গার্ডিয়ান।

সোমবার প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম’র এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ‘ফ্যাটাল জার্নিস: ট্রাকিং লিভস লস্ট ডিউরিং মাইগ্রেশন’ শিরোনামের গবেষণাটি ছয়মাসের বেশি সময় ধরে তৈরি করা হয়।

গবেষণায় বলা হয়, শুধুমাত্র চলতি বছরই বিশ্বে ৪ হাজারের বেশি অভিবাসী নিহত হয়েছেন। আইওএম এটাকে উদ্বেগজনক সমস্যা বলে চিহ্নিত করে।

সংস্থাটির মতে, রিপোর্টে নিহতের যে সংখ্যা উঠে এসেছে তা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।

আইওএম এর পরিচালক উইলয়াম লসি  সুইং সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন,  যাদের মৃত্যুকে বরণ করে নেওয়ার কথা নয় ভাগ্যের নির্মমম পরিহাস তারাই মারা যাচ্ছেন। এ বিষয়ে এখনই কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।