ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে হামলার হুমকিতে শতাধিক স্কুল ছুটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
জাপানে হামলার হুমকিতে শতাধিক স্কুল ছুটি

ঢাকা: জাপানে বোমা হামলার হুমকিতে ১০১টি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে সকালে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।



মঙ্গলবার এ খবর নিশ্চিত করে সেদেশের পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এদিন কেন্দ্রীয় শহর হামামাতসু কর্তৃপক্ষকে এক ব্যক্তি ফোনে বিস্ফোরণের হুমকি দেন। একটি বিদ্যালয়ে বোমা রাখার কথাও বলা হয় তাদের।

এরপর শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।