ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজপথের দখল ধরে রেখেছে হংকংয়ের গণতন্ত্রকামীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
রাজপথের দখল ধরে রেখেছে হংকংয়ের গণতন্ত্রকামীরা ছবি: সংগৃহীত

ঢাকা: বিক্ষোভ বাদ দিয়ে ঘরে ফিরে যাওয়ার সরকারি আহ্বান সত্ত্বেও রাজপথ ছাড়েনি হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।

হাজার হাজার গণতন্ত্রীপন্থির অবস্থানের মধ্য দিয়ে সোমবার রাতে হংকংয়ের রাজপথে সরকার বিরোধী বিক্ষোভ রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।



এর আগে রোববার বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় যখন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতি বিক্ষোভ থামিয়ে বাড়ি ফিরে যাওয়ার অাহ্বান জানায় হংকংয়ের সরকার।   তবে মঙ্গলবারও রাজপথ থেকে সরে যায়নি বিক্ষোভকারীরা।

হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের মূল ব্যবসায়িক কেন্দ্রগুলো অবরোধ করে রাজপথে অবস্থান নেয়ায় মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে হংকংয়ের বাণিজ্যিক কর্মকাণ্ড।

চীন সরকার অবাধ নির্বাচনের অনুমোদন না দেয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। এই আন্দোলনকে ইতোমধ্যেই গণমাধ্যমে আমব্রেলা রেভ্যুলুশন হিসেবে ‍অভিহিত করা হচ্ছে। বিক্ষোভস্থল থেকে ভেসে আসছে জনপ্রিয় ক্যান্টোনিজ পপ মিউজিকের সুর।

এদিকে বিক্ষোভকারীদের সমর্থনে ধর্মঘটের ডাক দিয়েছে হংকং কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এবং প্রফেশনাল টিচার্স ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।