ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের থেকেও বড় হুমকি ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
আইএসের থেকেও বড় হুমকি ইরান: নেতানিয়াহু ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) থেকেও মারাত্মক ও ভয়াবহ হুমকি হিসেবে অভিহিত করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরান, আইএস এবং হামাসকে একই ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসীদের সঙ্গেও তাদের তুলনা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, নাৎসীরা বিশ্বাস করতো তাদের জাতির প্রভূত্বে, আর জঙ্গি ইসলামপন্থিরা বিশ্বাস করে তাদের বিশ্বাসের প্রভূত্বে।   ইরান ও আইএস এর মধ্যে পার্থক্য উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, তাদের উভয়ের বিশ্বাসের মধ্যে কোনটা সেরা শুধু এ ব্যাপারেই তারা একমত নয়।

তিনি বলেন, আইএসকে অবশ্যই পরাজিত করতে হবে, কিন্তু একই সঙ্গে পরমাণু শক্তিধর ইরানকে অগ্রাহ্য করা হলে তা হবে লড়াইয়ে জিতে ‍যুদ্ধে হারার মত অবস্থা।

আইএস ও হামাসকে তিনি একই বিষবৃক্ষের পৃথক ডাল হিসেবেও অভিহিত করেন নিজের বক্তব্যে। ধারণা করা হচ্ছে বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় এ বিষয়গুলোতে নিজের উদ্বেগ তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।