ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সেনা রাখতে চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
আফগানিস্তানে মার্কিন সেনা রাখতে চুক্তি

ঢাকা: ক্ষমতায় বসেই আফগানিস্তানের নতুন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করল। চুক্তির ফলে মার্কিন সেনারা ২০১৪ সালের পরও আফগানিস্তানে থাকতে পারবে।



আফগানিস্তানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার। ওয়াশিংটনের পক্ষে স্বাক্ষর করেন কাবুলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিম কানিংহাম চুক্তিতে।

বিএসএ চুক্তিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযান ও আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে কিছু বিদেশী বিশেষ বাহিনীর সেনারা ২০১৪ সালের পরও আফগানিস্তানে থাকতে পারবে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট হানিফ কারজাইকে এই দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে (বিএসএ) স্বাক্ষর করার জন্য যুক্তরাষ্ট্র রাজী করাতে পারেনি। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
 
উল্লেখ্য, চলতি বছরই আফগানিস্তান থেকে অধিকাংশ ন্যাটো সেনা প্রত্যাহার করে নেয়া হবে। শুধুমাত্র ৯,৮০০ মার্কিন সেনা সেখানে থাকবে।
২০১৫ সালে নতুন বছরের শুরুতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটে সেনা থাকবে ১২ হাজার ৫০০। বাকি সেনা জার্মানি ও ইতালির।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।