ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
উত্তর প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্ত আরও ৪৫ যাত্রী।



মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল গোরকপুর শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৭০ কিলোমিটার দূরে বারানসি থেকে ছেড়ে আসা গোরকপুরগামী কৃষক এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা বারুনি এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ভারতীয় রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা আলোক সিং জানান, দুর্ঘটনায় বারুনি এক্সপ্রেসের তিনটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সংকেত অমান্যের অভিযোগে কৃষক এক্সপ্রেসের চালককে বরখাস্ত করেছে ভারতীয় রেলওয়ে।

রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেন, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সংকেত অমান্য করে দ্রুত গাড়ি চালানোর জন্য কৃষক এক্সপ্রেসের চালককে বরখাস্ত করেছে।

গোরকপুর-বারানসি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এদিকে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের জন্য ৫০ হাজার এবং গুরুতর আহতদের জন্য ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় রেলওয়ে।

বাংলাদেশ সময়: ০৯০৪ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।