ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের আচরণে

ক্ষুব্ধ পিটিআই প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
ক্ষুব্ধ পিটিআই প্রেসিডেন্টের পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: ইমরান খানের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট জাবেদ হাশমি পদত্যাগ করেছেন।

বুধবার মুলতানে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন বর্ষিয়াণ রাজনীতিক হাশমি।



সংবাদ সম্মেলনে হাশমি সরাসরি দলের চেয়ারম্যানকে অভিযুক্ত করে বলেন, ইমরান খানের ‘অগণতান্ত্রিক আচরণের’ কারণেই দলত্যাগে বাধ্য হয়েছি।

পদত্যাগপত্র ইমরানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হাশমি।

তিনি বলেন, ইমরান খানের কথিত ঘনিষ্ঠরা তাকে ভুলপথে পরিচালিত করছেন। ভণ্ডদের আশ্রয় দেওয়ার কারণে পিটিআই’র দুর্দিন এসে গেছে।

পিটিআই’র পদত্যাগী প্রেসিডেন্ট বলেন, ইমরান পিটিআইকে কবর দিতে চান। যদি শাহ মাহমুদ কোরেশীর (পিটিআই’র ভাইস চেয়ারম্যান) সাহস থাকে তবে তিনি যেন পদত্যাগ করে দলের প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন।

পিটিআই ও পিএটি’র সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির সিদ্ধান্তের অমত করায় গত ২৯ সেপ্টেম্বর হাশমিকে তলব করে দলের হাইকমান্ড। সেখানে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হয় এবং সরকারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের গুজবের ব্যাপারে জবাব দিতে বলা হয়।

ওইদিন পিটিআই’র পক্ষ থেকে জানানো হয়, হাশমি তার সুস্পষ্ট জবাব দিতে পারেননি। এরপর পিটিআই তার সদস্যপদ স্থগিত করে।

বেশ কিছুদিনর ধরে বিতর্কের পর বুধবার নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন হাশমি।

এছাড়া, নওয়াজ বা শাহবাজ কারও সঙ্গেই বৈঠক করেননি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হাশমি।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।