ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলোচনায় সম্মত হংকংয়ের বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
আলোচনায় সম্মত হংকংয়ের বিক্ষোভকারীরা

ঢাকা: হংকং পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়েছে। দেশটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা লিউং পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে আন্দোলনকারীরা লিউং পদত্যাগ না করলে রাজপথ ছাড়বেন না। এই নিয়ে হংকংয়ের রাজনীতি যখন টালমাটাল অবস্থা তখনই সরকারের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের হংকংয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা লিউংয়ের প্রস্তাবকে স্বাগতম জানালেও তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন।
এদিকে চীন আন্দোলনকে ‘অবৈধ’ উল্লেখ করে লিউংকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার সরকার প্রধান প্রশাসনিক কার্যালয় বন্ধ রেখেছে। বিক্ষোভকারীদের কারণে বাধ্য হয়ে কর্মকর্তারা বাড়িতে বসেই অফিস করছেন। তবে অন্যান্য দিনের মতো এদিন বিক্ষোভকারীদের সংখ্যা কিছুটা কম।

হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে অক্যুপাই সেন্ট্রাল মুভমেন্ট।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।