ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৪
পাকিস্তানে বোমা হামলায় নিহত ৬

ঢাকা: পাকিস্তানের কোহাটে একটি যাত্রীবাহী ভ্যানে বোমা হামলার ঘটনায় ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

শনিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কোহাটের একটি বাস স্টপেজে এ ঘটনা ঘটে।



কোহাট জেলা পুলিশ প্রধান সেলিম খান মারওয়াত জানান, শহরের একটি বাস স্টপেজে রিমোট কন্ট্রোলের মাধ্যমে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় দুই গাড়িতে থাকা ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।  

কোহাট সরকারি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান কর্মকর্তা ফজল খালিক মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।