ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গণতন্ত্রের জন্য লড়াই চলছে হংকংয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
গণতন্ত্রের জন্য লড়াই চলছে হংকংয়ে ছবি: সংগৃহীত

হংকংয়ে চলছে গণতন্ত্রের জন্য আন্দোলন। আন্দোলনকারীদের ওপর ব্যাপক আটক অভিযান ও হামলা চালিয়েছে পুলিশ।

এর একদিন আগে দেশটির প্রধান নির্বাহী চাই লিউং হুশিয়ার করে দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে।

বাণিজ্যিক শহর অ্যাডমিরালিটিতে রোববার ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। তবে এখনো ব্যাপকভাবেই আন্দোলন অব্যাহত রয়েছে।

হংকং ফেডারেশন অব স্টুডেন্টস বলেছে, সরকারের সঙ্গে সংলাপের জন্য কোনো চুক্তিতেই তারা পৌঁছায়নি। তারা হুমকি দিয়েছে পুলিশ সহিংস হলে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

ওদিকে মংকক ও কওলুন শহরের রাস্তাগুলোতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে থাকলেও রোববার রাত থেকে পরিস্থিতি কিছুটা শান্ত।

পুলিশের একজন অধিনায়ক জানিয়েছেন ওই এলাকায় পাঁচ শ’রও বেশি পুলিশ কর্মকর্তা কাজ করছেন। যাদের মধ্যে বড় সংখ্যায় গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

রাস্তায় কোনও ধরনের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান আরেক পুলিশ কমান্ডার।

গত শুক্রবার গণতান্ত্রিক আন্দোলনে হংকংয়ের রাজপথ সহিংস হয়ে ওঠার পর এই সব ব্যবস্থা নেওয়া হয়েছে।   

বাংলাদেশ সময় ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।