ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
নেপালে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানি

ঢাকা: নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

বাসটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশ কর্মকর্তা দান বাহাদুর কারকি সংবাদমাধ্যমকে জানান, চাতিয়ান গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ’ মিটার নিচে পড়ে যায়। এরপর একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্ঘটনার স্থান দুর্গম হওয়ার বেশ বেগ পেতে হচ্ছে।

বাসটিতে প্রায় একশ’ যাত্রী ছিল বলে জানা গেছে।

রাস্তার অবকাঠামোগত দুর্বলতা ও বাসের অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নেপালে বহু মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।