ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম ইবোলা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
যুক্তরাষ্ট্রের প্রথম ইবোলা রোগীর মৃত্যু

ঢাকা: মার্কিন যুক্তর‍াষ্ট্রে ইবোলা রোগে আক্রান্ত প্রথম চিহ্নিত রোগী থমাস এরিখ ডানকানের (৪২) মৃত্যু হয়েছে।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



টেক্সাস হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য ‍জানিয়েছে। খবর: বিবিসির।

ডানকান তার নিজ দেশে লিবিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হন। পরে টেক্সাস হাসপাতালে তাকে নানা পরীক্ষামূলক চিকিৎসা দেওয়া হয়।

ইতোমধ্যে ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ৩ হাজার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশই লিবিয়া, সিয়েরা লিওন ও গায়ানার নাগরিক ছিলেন।

এদিকে, ডানকানের মৃত্যুর খবর শোনার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে এক যৌথ প্রেস কনফারেন্সে কেরি এ সমস্যাকে বৈশ্বিক সংকট উল্লেখ করে বিশ্বের সব দেশের সাহায্য কামনা করেন।

তিনি জানান, তার দেশ আফ্রিকার ইবোলা উপদ্রুত অঞ্চলে ৪ হাজার সৈন্য পাঠাচ্ছে। এ সংকট মোকাবেলায় যুক্তরাজ্যও সিয়েরা লিওনে ৭৫০ জন সৈন্য পাঠাচ্ছে।

ডানকান একটি কুরিয়ার সার্ভিসের চালক হিসেবে কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে তার শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।