ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মির ইস্যু

জাতিসংঘের কাছে পাকিস্তানের নালিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
জাতিসংঘের কাছে পাকিস্তানের নালিশ

ঢাকা: কাশ্মির ইস্যু নিয়ে জাতিসংঘের কাছে নালিশ দিয়েছে পাকিস্তান। সমস্যা নিরসনে সংস্থাটির হস্তক্ষেপও কামনা করেছে দেশটি।



সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে একটি খোলা চিঠিতে এই আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শর্টাজ আজিজ।

শুক্রবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকে জাতিসংঘের কাছে চিঠি লেখার বিষয়ে সিদ্ধান্ত হয়। চিঠিতে সাম্প্রতিককালে পাক-ভারত সীমান্তে উত্তেজনার বিষয়টি স্থান পায়।
 
শর্টাজ অভিযোগ করেন, ভারত গত কয়েক সপ্তাহ ধরে ‘ইচ্ছাকৃতভাবে এবং কোনো ধরনের প্ররোচনা ছাড়াই’ শান্তিচুক্তি ভঙ্গ করে সীমান্তে গুলিবর্ষণ করে যাচ্ছে। ভারতের বোমা ও গুলিবর্ষণে অনেক বেসামরিক লোকজন হতাহত হচ্ছে।

চিঠিতে বলা হয়, জম্মু-কাশ্মিরসহ পাক-ভারতের মধ্যে বিদ্যমান সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। এছাড়া এসব ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে পাকিস্তান।

গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে নওয়াজ শরিফের কাশ্মির প্রসঙ্গটি তুলে ধরার বিষয়টি উল্লেখ করে আজিজ বলেন, দুর্ভাগ্যবশত, ভারত এমন এক নীতি গ্রহণ করেছে যা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী। তিনি জাতিসংঘে দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিলের জন্য ভারতকে দোষারোপ করেন।

উল্লেখ্য,  পাক-ভারতের আন্তর্জাতিক সীমান্তে গত এক দশকের মধ্যে এমাসে সবচেয়ে বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ৮ জন নিহত ও কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।