ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বলিভিয়ায় তৃতীয় দফায় প্রেসিডেন্ট হলেন মোরালেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
বলিভিয়ায় তৃতীয় দফায় প্রেসিডেন্ট হলেন মোরালেস ফলাফল ঘোষণার পর উৎফুল্ল ইভো মোরালেস ভাষণ দিচ্ছেন

ঢাকা: লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন বামপন্থি নেতা ইভো মোরালেস।

৫৪ বছর বয়সী এ পশ্চিমাবিরোধী রাজনীতিককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রচার করা হয়।



খবরে বলা হয়, রোববারের নির্বাচনে ৫৯ দশমিক ৫ শতাংশ পেয়েছেন মোরালেস। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধনকুবের স্যামুয়েল দরিয়া মেদিনা পেয়েছেন ২৫ দশমিক ৩ শতাংশ ভোট।

স্থানীয় নির্বাচন কমিশন সূত্রমতে, দেশজুড়ে প্রায় ৮৪ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, বেসরকারি ফলাফল ঘোষণা হওয়ার পর মোরালেসের সমর্থকরা রাজপথে আতশবাজি ফাটিয়ে ও দলীয় পতাকা উড়িয়ে আনন্দ উ‍ৎসব করতে থাকেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ফলাফল জানার পর প্রেসিডেন্সিয়াল প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন মোরালেস।

ভাষণে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুননির্বাচিত প্রেসিডেন্ট।
 
একসময়ের চাষী ও বর্তমান প্রেসিডেন্ট মোরালেস মুভমেন্ট ফর সোশ্যালিজম দলের প্রধান। লাতিন আমেরিকা অঞ্চলের অন্য বামপন্থি নেতাদের মতো মোরালেসও যুক্তরাষ্ট্র ও পশ্চিমাবিরোধী বলে বিবেচিত।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।