ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর প্রশংসা করায় শশি থারুর বহিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
মোদীর প্রশংসা করায় শশি থারুর বহিষ্কৃত শশি থারুর

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর প্রশংসা করায় কংগ্রেস এমপি ও মুখপাত্র শশি থারুরকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কংগ্রেসের পক্ষ থেকে এ কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইসিসি ডিসিপ্লিনারি কমিটির সুপারিশক্রমে শশি থারুরকে অপসারণ করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ গ্রহণ করেছেন। সোমবার থেকেই তার বহিষ্কারাদেশ কার্যকর হচ্ছে।

কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগের প্রেক্ষিতেই ডিসিপ্লিনারি কমিটি থারুরকে সরাণোর সুপারিশ করে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদীর প্রশংসা করায় বেশ কিছুদিন ধরেই দল ও দলের বাইরে চাপের মধ্যে ছিলেন শশি থারুর।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।