ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ‘নিহত ৫৫৩’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ‘নিহত ৫৫৩’

ঢাকা: সিরিয়ায় এ পর্যন্ত ৫৫৩ জন জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় মাত্র একমাসের ব্যবধানে নিহতদের বেশিরভাগই আইএস জঙ্গি।

যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন এ কথা জানিয়েছে।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ৪৬৪ আইএস ও অন্যান্য ৫৭ জঙ্গি নিহত হয়েছে। সেসঙ্গে ৩২ বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

এদিকে নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার কুর্দি-অধ্যুষিত কোবানি শহরে কুর্দিশ যোদ্ধা ও আইএস জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিবিসি অনলাইন জানায়, কুর্দিশ যোদ্ধাদের অবস্থার লক্ষ্য করে আইএস বোমাবর্ষণ করছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।