ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এতো অর্থ কোথায় পায় আইএস?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
এতো অর্থ কোথায় পায় আইএস?

ঢাকা: বিশ্বের সবচেয়ে সম্পদশালী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা লড়াই করে যাচ্ছে।

অস্ত্রশস্ত্র কেনাসহ নানা কাজে তাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু কোথায় পায় এতো অর্থ?

এই নিয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মূলত লুণ্ঠন করা তেল কালোবাজার বিক্রি করে প্রতিমাসে লাখ লাখ মার্কিন ডলার আয় করে থাকে আইএস।

বিশ্বব্যাপী জঙ্গি অর্থায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ডেভিড কোহেন বলেন, আইএস শুধুমাত্র অপরিশোধিত তেল বিক্রি করে প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার আয় করে।
 
তিনি বলেন, আল-কায়েদার মতো আইএস উপসাগরীয় কোনো দাতা দেশ বা সম্পদশালী ব্যক্তির কাছ থেকে অর্থ জোগাড় করে না। আইএস ইরাক ও সিরিয়ার যে অংশটি দখল করে রেখেছে সেটি তেলসমৃদ্ধ। সেই তেল বিক্রি করে তারা দ্রুত সম্পদশালী হয়ে উঠছে। অন্যান্য সন্ত্রাসী সংগঠন যা পারছে না।

কোহেন বলেন, আমাদের কাছে কোনো সিলভার বুলেট বা গোপন অস্ত্র নেই যা দিয়ে আমরা রাতারাতি আইএসকে তাড়াতে পারব। এর জন্য কঠিন যুদ্ধ করতে হবে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আমরা আছি।

ইন্টারন্যাশনাল পিচ এর ভাইস প্রেসিডেন্ট কার্নেগি এনডাউনমেন্টও বলছেন একই কথা। তিনি বলেন, আইএসকে বর্তমান বিশ্বের সবচেয়ে আর্থিকভাবে সক্ষম সন্ত্রাসী সংগঠন বলা হয়।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, প্রতিদিন আইএস তাদের দখলকৃত তেলের খনি থেকে ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন করে। কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে সেই তেল বিশ্বের অন্যান্য দেশে চলে যায়।

এমনকি সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদও একসময়ের তাদের নিয়ন্ত্রণে থাকা তেলের খনি থেকে বর্তমানে তেল কিনতে বাধ্য হচ্ছে খবরে জানা যায়।

এছাড়া তারা অপহরণ (বিশেষ করে সাংবাদিক) করে এ বছর ২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।