ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিদ্রোহীদের গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
আফগানিস্তানে বিদ্রোহীদের গুলিতে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীদের গুলিতে ৫ জন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে নাংগাহার প্রদেশের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।



প্রাদেশিক পুলিশের মুখপাত্র হযরত হুসাইন মাসরাকিয়াল বলেন, সকালে হামলার শিকার গাড়িটিতে ৭ জন বেসামরিক নাগরিক খোগইয়ানি জেলার দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, এ ধরনের হামলা সাধারণত তালেবান বিদ্রোহীরা করে থাকে। এ বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

নাংগাহার প্রদেশ পাকিস্তান সীমান্ত ঘেঁষা খোগইয়ানি’র পাহাড়ে বাস করে তালেবানরা বিদ্রোহীরা তাদের জঙ্গি কার্যক্রম চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।