ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা ‍আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
ইবোলা ‍আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এর মধ্যে ২৭ জন ছাড়া বাকি সব ভাইরাস আক্রান্ত লোকই সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনির নাগরিক।



হু’র  একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর জানিয়েছে।

হু’র হিসাব মতে, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন ছাড়া বাকি সবাই সবচেয়ে বেশি বিপর্যস্ত ওই তিনটি দেশেরই নাগরিক।

হু’র সর্বশেষ প্রতিবেদন মতে, ইবোলা সবচেয়ে বেশি কাঁদিয়ে যাচ্ছে লাইবেরিয়াকে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।

সিয়েরা লিওন ও গিনিতে ইবোলা ভাইরাসের শিকার হয়েছে যথাক্রমে ৩ হাজার ৮৯৬ ও ১ হাজার ৫৫৩ জন।

এছাড়া, ইবোলায় আক্রান্ত হয়ে নাইজেরিয়ায় মারা গেছে আটজন। একজন করে মারা গেছে মালি ও যুক্তরাষ্ট্রে।

প্রাণঘাতী ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞ পাঠানো হয়েছে বলে জানিয়েছে হু।

এছাড়া, ভাইরাসটি প্রতিরোধে ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ দুই লাখ ইবোলা প্রতিষেধক তৈরি হবে বলে আশা করছে হু।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।